• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ড. কামালের জাতীয় ঐক্যের মঞ্চে যেসব দল

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৮, ২১:২০
নিজস্ব প্রতিবেদক
পূর্বপশ্চিম

বৃহত্তর জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের আহ্বানে একমঞ্চে দাঁড়িয়েছেন সরকারবিরোধীরা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বাইরে থাকা দলগুলোকে একমঞ্চে এনে আন্দোলন গড়ে তোলা ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করাই এ জোটের মূল উদ্দেশ্য। শনিবার (২২ সেপ্টেম্বর) মহানগর নাট্যমঞ্চে আয়োজিত নাগরিক সমাবেশে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে সরকারকে আলটিমেটামও দিয়েছেন ঐক্যের নেতারা। এর মধ্যে দাবি মানা না হলে আগামী ১ অক্টোবর থেকে সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন: জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের চেয়ারম্যান নূর হোসেন কাশেমী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ প্রমুখ।

উপস্থিত নেতাদের দলগুলো ছাড়াও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক দলগুলোর মধ্যে আরও কয়েকটি দল জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যোগ দিতে পারে। সম্ভাব্য সেসব দলগুলো হলো: ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), লেবার পার্টি, ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ ভাসানী, মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, পিপলস লীগ ও ডেমোক্রেটিক লীগ।

/এসএম

ড. কামাল,জাতীয় ঐক্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close