• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা বন্ধে হাইকোর্টে রিট

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২২ | আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৮
নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দলটির আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন কিনা তা উচ্চ পর্যায়ের কমিশন গঠনের মাধ্যমে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার ( ২৩ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও নিতাই রায় চৌধুরী।

সম্পর্কিত খবর

    বিষয়টি নিশ্চিত করে খন্দকার মাহবুব হোসেন বলেন, সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে শুনানী হতে পারে। তিনি বলেন, এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৪ হাজার মামলা দায়ের করা হয়েছে। তাতে মামলায় আসামি প্রায় ৩ লাখ।

    এসব মামলায় সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীরাও রয়েছেন। মামলাগুলো ভিত্তিহীন ও কাল্পনিক কিনা উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্রসচিব পুলিশের মহাপরিদর্শক ডিএমপি কমিশনারসহ ৯ জনকে বিবাদী করা হয়েছে।

    খন্দকার মাহবুব হোসেন বলেন, আগামি নির্বাচনকে কেন্দ্র এসব গায়েবি মামলা করা হয়েছে। যাতে নেতাকর্মীরা মাঠে না থাকতে পারে। ঐক্য প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close