• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দূর্নীতির দায়ে স্ত্রীসহ বাপেক্সের জিএমের বিরুদ্ধে চার্জশিট চুড়ান্ত

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪২ | আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৬
নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) জেনারেল ম্যানেজার (হিসাব ও অর্থ) একেএম আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ সেপ্টেম্বর) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় অভিযোগপত্র অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ তথ্য নিশ্চিত করে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, শিগগিরই বিচারিক আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হবে।

দুদক সূত্র জানায়, চলতি বছরের ৫ জুন রাজধানীর রমনা মডেল থানায় এ দুজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক হেলাল উদ্দীন শরীফ। মামলার তদন্তে দেখা গেছে, আয়কর রিটার্নে দাখিল করা বিবরণীর তথ্য অনুসারে ফরিদা ইয়াসমীনের বৈধ সম্পদ থাকার কথা ৪৩ লাখ ৬০ হাজার ২৪০ টাকার। অথচ তাঁর সম্পদ পাওয়া গেছে ১ কোটি ৫২ লাখ ৩ হাজার ৯৯২ টাকার। সে হিসাবে তিনি ১ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৭৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া চার লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। আনোয়ারুল ইসলাম তাঁর স্ত্রীকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনে সহায়তা করেছেন।

প্রসঙ্গত, মামলার তদন্ত পর্যায়ে আদালতের নির্দেশে অবৈধ ওই সম্পদের স্থাবর অংশের ৭৭ লাখ ৭০ হাজার ৮২৭ টাকার সম্পদ জব্দ করা হয়েছে।

বাপেক্স
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close