• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাদক সেবনের দায়ে প্রধানমন্ত্রীর ফ্লাইটের ক্রু বহিষ্কার

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৬ | আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২০
পূর্বপশ্চিম ডেস্ক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রুকে মদ পানের অভিযোগে ভিভিআইপি ফ্লাইট থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) লন্ডন সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে প্রধানমন্ত্রীকে বহন করা বিজি-০০১ ফ্লাইটে এ ঘটনা ঘটে। নিয়ম অনুযায়ী পরীক্ষাকালে ওই ক্রু’র শরীরে অ্যালকোহলের উপস্থিতি পায় পরীক্ষকরা।

এরপর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায়ও তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। চূড়ান্ত পরীক্ষাটি করেন বিমানের চিফ মেডিকেল অফিসার-সিএমও । এ কারণে অভিযুক্ত কেবিন ক্রু সৈয়দা মাসুমা মুফতিকে ভিভিআইপি ফ্লাইট থেকে বহিষ্কার করা হয়।

এদিকে মাসুদা মুফতির এ তথ্য ডিজিএম নুরুজ্জামান রঞ্জু ফ্লাইট শিডিউল বিভাগকে জানাননি। তাই দায়িত্বে অবহেলা ও মাসুদা মুফতির মাদক সেবনের তথ্যটি গোপন করায় নুরুজ্জামান রঞ্জুকে গ্রাউন্ডেড করা হয়।

আরএম/এসএইচএস/পিআর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স,শিখ হাসিনা,অ্যালকোহল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close