• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিবিসি আমার বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করেনি: ড. কামাল

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৩
নিজস্ব প্রতিবেদক

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বাংলা পোর্টাল বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করেনি বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সাড়ে ৭টায় তার মতিঝিলের চেম্বারে অনুষ্ঠিত যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্যপ্রক্রিয়ার শীর্ষ নেতাদের যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, পরোয়ানা ছাড়া যেকোনও ব্যক্তিকে তল্লাশি, জব্দ ও গ্রেফতার করার জন্য পুলিশকে ক্ষমতা দেওয়াসহ যে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়েছে, তার তীব্র নিন্দা জানাই।’ তিনি অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানান।

তিনি আরও বলেন, পরোয়ানা ছাড়া যে কোনো ব্যক্তিকে তল্লাশি, জব্দ ও গ্রেফতারের জন্য পুলিশকে যে ক্ষমতা দেয়াসহ যে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়েছে তার তীব্র নিন্দা জানান। তিনি অবিলম্বে তা বাতিলের দাবি জানায় তিনি।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের শহিদুল্লাহ কায়সার, বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক প্রমুখ।

ড. কামাল,বিবিসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close