• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সরকারি হলো আরও ৪৩ টি মাধ্যমিক বিদ্যালয় (তালিকাসহ)

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:৫৮ | আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৭
নিজস্ব প্রতিবেদক

দেশের আরও ৪৩টি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে । আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই, সেসব উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও একটি করে কলেজকে সরকারি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৪৩টি বিদ্যালয়কে সরকারি করা হলো। এ নিয়ে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলো ৫৭৪টি।

নতুন সরকারি ৪৩টি বিদ্যালয় হলো-

চট্টগ্রামের লোহাগাড়ার দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী মডেল উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ বাহুবলের দীননাথ ইনস্টিটিউশন, সাতকাপন মডেল হাইস্কুল, কক্সবাজারের পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশন, লক্ষ্মীপুরের রামগতি আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, যশোরের শার্শার শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, যশোরের বাঘারপাড়ার বাঘারপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রংপুরের গংগাচড়ার গংগাচড়া মডেল উচ্চ বিদ্যালয়, বরিশালের উজিরপুর ডব্লিউবি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন, গৌরনদীর গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুলাদীর মুলাদী মাহমুদজান মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট কচুয়া সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল আগৈরঝাড়ার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাবুগঞ্জের বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পাবনার ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভোলার চরফ্যাশনের চরফ্যাশন টি. ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ভোলা মনপুরার হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নওগাঁ মহাদেবপুররের জাহাঙ্গীরপুর বালিকা বিদ্যালয় ও কলেজ, পোরশা নিতপুর মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাবনার আটঘরিয়ার আটঘরিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ বন্দর হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুরের ভাঙ্গার ভাঙ্গা মডেল পাইলট বিদ্যালয়, পটুয়াখালী গলাচিপার গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী বাউফলের বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী কলাপাড়ার খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, রাজশাহীর বাঘার আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়, ঠাঁকুরগাঁও হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ ফুলপুরের ফলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার কমলগঞ্জের কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, জামালপুর ইসলামপুরের ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাইস্কুল, বাগেরহাটের কচুয়ার সিএস পাইলট মডেল মধ্যমিক বিদ্যালয়, টাঙ্গাইল ধনবাড়ীর ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন, কালীহাতীর কালীহাতী আরএস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মির্জাপুরের মির্জাপুর এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার রাজনগর শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটির ভঘাইছড়ি কাচালং মডেল উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের ধোবাউড়ার ধোবাউড়া বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের পার্বতীপুরে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যাল চট্টগ্রামের রাউজানে রাউজান আরআর এসি মডেল হাইস্কুল, রংপুর পীরগাছার পীরগাছা জেএন মডেল উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের কাহারোল মাগুরার শালিখা আড়পাতা আইডিয়াল হাইস্কুল।

বিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close