• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বার্নিকাট বাংলায় বললেন ‘আবার দেখা হবে’

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৫ | আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২২
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের তৈরি পোশাক রফতানিকারক সংগঠন বিজিএমইএ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক ও ব্যবসায়ীদের কাছ থেকে বাংলায় ‘আবার দেখা হবে’ কথা বলে বিদায় নিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিজিএমইএ আয়োজিত বিদায়ী বার্নিকাটের বিদায় সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানসহ সংগঠনটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত ২০১৪ সালের শেষার্ধে বাংলাদেশে আসেন। আজকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে সকল অতিথির সাথে ফটোসেশন করেছেন বার্নিকাট। তারপর মধ্যাহ্নভোজ শেষ করে বিদায় নেন তিনি।

এসময় তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকের কারখানা সংস্কারের পর সবচেয়ে বড় বাধা শ্রম অধিকার নিশ্চিত করা। সম্প্রতি বছরগুলোতে এ বিষয়ে কাজের অগ্রগতি শ্লথ হয়ে গেছে। ক্রেতারা পণ্য ক্রয়ের বিষয়ে শ্রম অধিকারের ইস্যুটি বেশি বিবেচনায় নিচ্ছে। এ জন্য শ্রম অধিকারের বিষয়টি বাস্তবায়নে দেরি করলে বাংলাদেশের সুনাম নষ্ট হবে, বিদেশি ক্রেতাদের অন্যত্র ঝুঁকে পড়ার হুমকিও বাড়বে।

ওএফ

বার্নিকাট,বিদায়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close