• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কোটা বহালের দাবিতে আন্দোলনকারীদের পাশে থাকবে ছাত্রলীগ

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৮, ০০:০৮ | আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ০০:১৯
নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শাহবাগে আন্দোলনরতদের পাশে থাকবে বলে জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ।

বুধবার (০৩ অক্টোবর) রাতে শাহবাগে অবস্থান নেওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

গোলাম রাব্বানী শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে এলে মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুল ইসলাম বাবু গোলাম রাব্বানীকে একাত্বতা ঘোষণা করতে বলেন। পরে তিনি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

এসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, এই যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ আপনাদের পাশে থাকবে। তবে সড়ক অবরোধ করে জনগণকে দুর্ভোগে না ফেলার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

গোলাম রাব্বানী,মুক্তিযোদ্ধা কোটা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close