• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বিএনপি আসলে আ.লীগের সঙ্গে জোটবদ্ধ হয়েই নির্বাচন করব: জিএম কাদের

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৮, ০০:৪২
নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, বিএনপি নির্বাচনে অংশ নেবে। না হলে এ দলটির অস্তিত্বই থাকবে না। বিএনপি আসলে আমরা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়েই নির্বাচন করব।’

বৃহস্পতিবার বিকালে স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘দেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত। এক দল চায়, বর্তমান সরকার ক্ষমতায় থাকুক। আর অন্য দল চায়, সরকারের পরিবর্তন।’

তিনি বলেন, ‘রাজনীতির উদ্দেশ হলো একটি দেশ ও জাতিকে উন্নতির দিকে নিয়ে যাওয়া; সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমানের উন্নয়ন করা। কিন্তু আমাদের দেশের মানুষ এখন ব্যবসা হিসেবে রাজনীতিকে ব্যবহার করে। আর এভাবে কোটি কোটি টাকার মালিক হয়। প্রকৃত রাজনীতিবিদদের সমাজের প্রতি আনুগত্য থাকে। প্রকৃত নেতা সব ঝুঁকি মোকাবিলা করে মানুষের পাশে থাকেন। নিজে সুযোগ-সুবিধা ভোগ না করে অবহেলিত মানুষের জন্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করেন।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির আমলে দেশে আইনের শাসন ছিল। তখন বেকার কম ছিল, জীবনের নিরাপত্তা ছিল। কিন্তু এখন আর তা নেই। বিদ্যালয়গুলোতে আগে নৈতিক শিক্ষা দেওয়া হতো। ভালো মানুষ তৈরি করা হতো। কিন্তু এখন শুধু সার্টিফিকেট বিক্রি করা হচ্ছে। হাসপাতালে ডাক্তাররা রোগীদের সঠিক সেবা করেন না। টাকা ছাড়া রোগীদের ভালো করার মন-মনসিকতাও ডাক্তারদের নেই।’

দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, ‘যারা নির্বাচনের সময় রাজনীতিতে বিনিয়োগ করতে আসে, তাদের বিষয়ে সর্তক থাকবেন। ভোট দেবেন তাকে, যাকে সবসময় কাছে পাবেন।’

পরে তিনি আগামী দুই বছরের জন্য জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে অ্যাডভোকেট লিয়াকত আলী খান ও সাধারণ সম্পাদক মো. মান্নান খান আরজুকে কণ্ঠভোটে নির্বাচিত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন– কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, নির্বাহী সদস্য ঝুটন দত্ত প্রমুখ।

-একে

জিএম কাদের,জাতীয় পার্টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close