• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

আর কখনোই শতভাগ ঠিক হবে না সাকিবের আঙুল

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৮, ০৯:৪৪ | আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৪:১৯
স্পোর্টস ডেস্ক

পুরোপুরি ঠিক হচ্ছে না সাকিবের আঙুল।তবে ক্রিকেট যাতে খেলতে পারেন এখন চলছে তার চেষ্টা।উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার আগে এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান।

এর আগে শুক্রবার (৫ অক্টোবর) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ইনফেকশনটা (সংক্রমণ) আমার সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা। কারণ, ওইটা যতক্ষণ পর্যন্ত জিরো পার্সেন্টে না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো সার্জন অপারেশনে হাত দিবে না। ওইটা হাত দিলে বোনে চলে যাবে, আর বোনে চলে গেলে পুরো হাত নষ্ট। তবে, এখন আসল ব্যাপারটা হচ্ছে কীভাবে ইনফেকশনটা কমানো যায়।

এদিকে ডক্টর গ্রেগ সাকিবের হাত দেখবেন। দেখার পরেই মত জানাবেন অস্ট্রেলিয়ান এই ডাক্তার। তবে অস্ত্রোপচার হলেও আঙুল শতভাগ ঠিক হবে না বলেই জানান। তিনি বলেন, এই আঙুলটা আর কখনো শতভাগ ঠিক হবে না। যেহেতু নরম হাড্ডি, আর কখনো জোড়া লাগার সম্ভাবনা নেই। পুরোপুরি ঠিক হবে না। সার্জারি করে ওরা এমন একটা অবস্থায় এনে দেবে হাতটা, আমি ব্যাট ভালোভাবে ধরতে পারব, ক্রিকেট খেলাটা চালিয়ে যেতে পারব।

ইনজুরির কারণে এ বছরে আর তার মাঠে নামা হচ্ছে না বলেও জানান এই অলরাউন্ডার। আগামী বছরের বিপিএল দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আঙুলের ইনফেকশন দূর করা খুবই জরুরি। সার্জারি করা হলে ছয় থেকে আট সপ্তাহ সময় লেগে যাবে। যদি ছয় সপ্তাহের মধ্যে হয়ে যায় তাহলে বিপিএল খেলতে পারবো।

/রবিউল

অস্ট্রেলিয়া,সাকিব আল হাসান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close