• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘৬০ দিনের মধ্যে আপিল করতে হবে তারেক রহমানকে’

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৮, ২০:২৩ | আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ২০:৫০
নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপিল করতে চাইলে আগামী ৬০ দিনের মধ্যে করতে হবে। আপিলের জন্য তাকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিবিসি বাংলাকে দেয়া এক বক্তব্যে এ কথা জানান তিনি।

এদিকে এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, তারেক রহমানকে দু’মাসের সময়সীমার মধ্যেই আপিল করার কথা বলেছেন আইনমন্ত্রী। তবে এই সময়সীমার কোনো বাধ্যবাধকতা নেই।

মওদুদ আহমেদ আরও বলেন, আপিলে বিলম্ব হলে তারেক রহমান যদি যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে। যদি তিনি তা পারেন তাহলে ‘কন্ডোনেশন অব ডিলে’র আওতায় আদালত বিলম্ব মার্জনা করে দু’মাস পরও তাকে আপিল করার অনুমতি দিতে পারেন।

/রবিউল

আনিসুল হক,বিএনপি,তারেক রহমান,ব্যারিস্টার মওদুদ আহমদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close