• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফের বাতিল জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০১৮, ১৫:০০ | আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৫:০৪
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র রূপরেখা চূড়ান্ত করতে পূর্ব নির্ধারিত বৈঠকটি আবারও বাতিল করা হয়েছে।

যুক্তফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, শনিবার (১৩ অক্টোবর) দুপুরে গণফোরামের সেক্রেটারি মোস্তফা মহসীন মন্টু তাকে ফোন করে বৈঠক বাতিলের কথা জানিয়েছেন।

সম্পর্কিত খবর

    তিনি আরও জানান, ড. কামাল হোসেন বৈঠক বাতিল করেছেন।যদিও বিকালে ড. কামাল হোসেনের সঙ্গে কথা বলতে যাচ্ছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ড. বদরুদ্দোজা চৌধুরী যাচ্ছেন।

    এ ব্যাপারে বি চৌধুরীর ছেলে ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মাহী বি চৌধুরী জানান, বিকাল ৩টার দিকে তারা বেইলি রোডে কামাল হোসেনের বাসায় প্রবেশ করবেন এবং ৪টায় সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমে কথা বলবেন।

    এর আগে গত বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় ঐক্য প্রক্রিয়ার বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। ওই দিন রাতে আ স ম রবের বাসায় বৈঠকের কথা হয়, তবে পরে তাও বাতিল হয়।

    /এসএম

    জাতীয় ঐক্য প্রক্রিয়া
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close