• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যৌন হয়রানির অভিযোগে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০১৮, ১৫:২৫ | আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৫:৩০
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের দুই নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গত ৮ অক্টোবর যৌন হয়রানির অভিযোগ তোলা হলে তার দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নারী ও শিশু উন্নয়নবিষয়ক মন্ত্রী মণিকা গান্ধি এ ঘটনায় তদন্ত করার কথা বলেন। এ ঘটনায় দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস আকবরের পদত্যাগ দাবি করেন।

আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা ওই দুই নারী সাংবাদিকের একজন প্রিয়া রামানি। ভোগ ম্যাগাজিনের ভারত সংস্করণে প্রায় এক বছর আগে প্রকাশিত প্রবন্ধে তিনি এই যৌন নির্যাতনের কথা বলেছিলেন।

রামানি এক টুইট বার্তায় এম জে আকবরকে সেই ঘটনার জন্য দায়ী করেন। এ ছাড়া আরও বেশ কয়েকজন নারীও তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন, যাদের বেশিরভাগই সাংবাদিক। মন্ত্রী আকবর সম্পাদক থাকাকালীন তারা যৌন হেনস্তার শিকার হন বলে জানা যায়।

উল্লেখ্য, মার্কিন চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েইনস্টেনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের ঝড় বয়ে যাচ্ছে প্রায় এক বছর ধরে যা ‘#মি টু’ (#MeToo) নামে পরিচিত। প্রতিষ্ঠিত ও ক্ষমতাবান এই প্রযোজকের বিরুদ্ধে অনেক অভিনেত্রী ও নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। সেগুলো এখনও আদালতের বিচারাধীন। তারই রেশ ধরে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে যৌন হেনেস্তাকারীদের বিরুদ্ধে আন্দোলন।

-এসএমএ

যৌন হয়রানি,ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close