• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

ফের খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধি

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৮, ১৯:৪০
নিজস্ব প্রতিবেদক

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ২৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছেন হাইকোর্ট। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস চেয়ে খালেদা জিয়ার আপিলের শুনানি মঙ্গলবার (১৬ অক্টোবর) পর্যন্ত মুলতবি করা হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এদিন আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও আবদুর রেজাক খান। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।

প্রসঙ্গত, চলতি মাসের ১১ তারিখে খালেদা জিয়ার জামিন ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। এর আগে চলতি বছরের ১২ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।

/রবিউল

য়া অরফানেজ ট্রাস্ট মামলা,খালেদা জিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close