• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অনড় বি চৌধুরী, ডা. জাফরুল্লাহর প্রস্তাব প্রত্যাখান

প্রকাশ:  ১৬ অক্টোবর ২০১৮, ০০:২৮ | আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ০১:০৬
নিজস্ব প্রতিবেদক

দুই শর্ত পূরণ না হলে বিকল্পধারা সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে যাবে না এমন সিদ্ধান্তে অনড় বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার দুদিন পর সোমবার (১৫ অক্টোবর) রাত পৌনে দশটার দিকে বি. চৌধুরীর বারিধারার বাসায় যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম এ উদ্যোক্তা প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন বি চৌধুরীর সঙ্গে। এসময় তিনি সাবেক এ রাষ্ট্রপতিকে জাতীয় ঐক্যফ্রন্টে যোগাদন করার আহ্বান জানালে বি. চৌধুরী এ প্রস্তাব প্রত্যাখান করেন।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী।

প্রসঙ্গত ড. কামাল হোসেনের আহ্বানে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগে শুরু থেকে বিকল্পধারা থাকলেও শেষ পর্যন্ত মতদ্বৈততার কারণে তাদের বাইরে রেখেই গত শনিবার গঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্ট নামে নয়া জোট।

ওইদিন সন্ধ্যায় রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন বি চৌধুরী। বলেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে ঐক্য প্রক্রিয়া চলছে তার সঙ্গে বিকল্প ধারা থাকবে না। এছাড়া সংসদে ভারসাম্য এবং স্বেচ্ছাচারিতা বন্ধ করতে নিজ দলের জন্য ১৫০ আসন দাবি করেন তিনি।

/এসএম

বি চৌধুরী,ডা. জাফরুল্লাহ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close