• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তিতাসের ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৮, ১৩:৩৪ | আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৪:২৯
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করছে প্রতিষ্ঠানটি। হিসাবে গরমিলের ও সিএনজি স্টেশনে গ্যাসের কারচুপির অভিযোগে এই পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

সূত্র জানায় এসব কর্মকর্তার বিরুদ্ধে গাজীপুরের কুনিয়া এলাকার যমুনা সিএনজি স্টেশনে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে পেট্রোবাংলা দুটি তদন্ত কমিটি করে। পরে ওই তদন্ত কমিটির প্রতিবেদন রিপোর্ট বিবেচনা করে ওই পাঁচ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।

বরখাস্ত পাঁচ কর্মকর্তা হলেন- হিসাব বিভাগের ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির খান, উপ-ব্যবস্থাপক নাজমুল হক (বেতন ও তহবিল বিভাগ) ও উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুর রশিদ, মিটারিং ও ভিজিল্যান্স টিমের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মহিদুর রহমান এবং পাইপলাইন নির্মাণ বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মো. গোলাম মোস্তফা খান। /রবিউল

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close