• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রথমেই বিদেশিদের কাছে কেন, ঐক্যফ্রন্টের উদ্দেশে কাদের

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০১৮, ১৯:১০
গাজীপুর প্রতিনিধি
ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বিদেশী কূটনীতিকদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এই ঐক্যফ্রন্টের গোড়াতেই গলদ। শুরুতেই তারা করেছে কি, জনগণের কাছে না গিয়ে ঐক্যফ্রন্ট গেছে বিদেশিদের কাছে। …ঐক্যফ্রন্ট বিদেশিদের আস্থায় আনতে চায়। জনগণের আস্থার প্রয়োজন আছে বলে মনে হয় না।’

শুক্রবার বিকেলে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘যদি জনগণের প্রতি তাদের আস্থা থাকত, তাহলে ঐক্যফ্রন্ট গঠনের পর প্রথম তারা কেন সাক্ষাৎ করেছে বিদেশিদের সাথে? তারা জনগণের কোনো সমাবেশে যায়নি। এর মধ্য দিয়ে প্রমাণ হয় এরা কতটা দেউলিয়া, এরা কতটা জনসমর্থনহীন।’

আগামী ২৩ অক্টোবর সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ বন্ধ করা হয়নি। নিরাপত্তাজনিত কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে।’

কাদের বলেন, ‘এরা ১০ বছর ধরে বারবার আন্দোলনের ডাক দিয়ে বারেবারে ব্যর্থ হয়েছে। পাবলিক এখন ইলেকশন মুডে আছে, কেউ এখন আন্দোলনের দিকে তাকিয়ে নেই। ঐক্যের ডাকে জনগণ সাড়া দেয়নি, আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেবে?’

তিনি বলেন, ‘জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চায়। সেই ভোটমুখী জনগণকে আন্দোলনমুখী যারা করতে চাইবে, তারা বোকার স্বর্গে বাস করছে।’

চন্দ্রা ফ্লাইওভারের কাজ ৯০ ভাগ শেষ হয়েছে জানিয়ে সড়ক মন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যেই এটি চালু করা হবে। সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

-একে

জাতীয় ঐক্যফ্রন্ট,ওবায়দুল কাদের
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close