• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

এবির জানাজায় মানুষের ঢল

প্রকাশ:  ২০ অক্টোবর ২০১৮, ১৬:৫৫
নিজস্ব প্রতিবেদক

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর (এবি) মরদেহ নামাজে জানাজার উদ্দেশ্যে চট্টগ্রাম নগরের দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদে আনা হয়েছে। সেখানে হাজারো ভক্তের ঢল নেমেছে।

শনিবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে সিটি কর্পোরেশনের মরদেহ বহনকারী গাড়িতে তার মরদেহ আনা হয়।

তবে এর আগেই ভক্তরা জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে এসে উপস্থিত হন। দূর–দূরান্ত থেকে তারা এসেছেন প্রিয় শিল্পীকে শেষ বিদায় জানাতে।

মরদেহ রাখা হয়েছে মসজিদের সামনে। সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন সবাই।

সেখানে উপস্থিত আছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, আইয়ুব বাচ্চুর বাবা মো. ইসহাক, নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, শিল্পী পার্থ বড়ুয়া প্রমুখ।

গত (১৮ অক্টোবর) বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে চলে যান আইয়ুব বাচ্চু। শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নেয়া হয় তার গানের স্টুডিও মগবাজারে ‘এবি কিচেনে’। সেখানে তার দ্বিতীয় জানাজা হয়। এরপর মরদেহ নেয়া হয় চ্যানেল আই কার্যালয়ে। সেখানে তৃতীয় জানাজা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হয় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য।

আইয়ুব বাচ্চুর স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে খোলা হয়েছে শোকবই। শুক্রবার সকালে প্রেস ক্লাবের সামনে এ শোকবই খোলা হয়। এরপর থেকে তার ভক্তরা লাইন ধরে শোকবইয়ে বিভিন্ন আবেগঘন মন্তব্য লিখছেন।

/এসএম

আইয়ুব বাচ্চু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close