• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন ইসি মাহবুব তালুকদার

প্রকাশ:  ২১ অক্টোবর ২০১৮, ০৩:৫১ | আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ০৪:১২
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। শনিবার (২০ অক্টোবর) রাত ১১ টায় তিনি ঢাকা ত্যাগ করেছেন।

মাহবুব তালুকদারের একান্ত সচিব মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, পরিবাারিক এক অনুষ্ঠানে মিলিত হতেই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, মাহবুব তালুকদারের যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ২০ থেকে ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্র সফর করবেন। এটা হবে তাঁর ব্যক্তিগত সফর।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ৩১ অক্টোবরই তিনি দেশে ফিরবেন।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গত সোমবার নোট অব ডিসেন্ট (আপত্তি) দিয়ে নির্বাচন কমিশনের ৩৬তম সভা বর্জন করেন । পরে নোট অব ডিসেন্ট দেওয়ার কারণ জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, সভায় তাঁর কিছু প্রস্তাবনা রাখার কথা থাকলেও তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। তাই প্রতিবাদস্বরূপ তিনি সভা বর্জন করেছেন।

নির্বাচন কমিশনের সভা বর্জন করে সরকার সমর্থকদের তোপের মুখে পড়েন মাহবুব তালুকদার। তার এই যুক্তরাষ্ট্র সফর ঘিরে সামাজিক যোগাযোগ গুঞ্জন উঠেছে, নির্বাচনের আগে তিনি আর ফিরছেন না।

মাহবুব তালুকদার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close