• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এই আ’লীগ এখন আর বঙ্গবন্ধু-তাজউদ্দিনের নয়: সুলতান মনসুর

প্রকাশ:  ২৭ অক্টোবর ২০১৮, ১৬:৪৪ | আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৭:৩৯
চট্টগ্রাম প্রতিনিধি
ফাইল ছবি

সিলেটের মতো চট্টগ্রামেও জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে ভাষণ শুরু করেছেন সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। তবে ভাষণে ক্ষমতাসীন দল আওয়ামী লগের কঠোর সমালোচনা করেছেন তিনি।

সুলতান মনসুর বলেন, আওয়ামী লীগ এখন আর বঙ্গবন্ধু ও তাজউদ্দিনের আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এখন 'স্বৈরাচারী' শেখ হাসিনার আওয়ামী লীগ। এটা লুটপাটের আওয়ামী লীগ। আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি।

সম্পর্কিত খবর

    তিনি বলেন, সরকার যদি উন্নয়ন করে থাকে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় পাচ্ছে কেন? উন্নয়ন হয়ে থাকলে মানুষকে এত ভয় কেন! তাহলে বুঝতে হবে, ডাল ম্যা কুচ কালা হ্যায়।

    জাতীয় ঐক্যফ্রন্ট নেতা বলেন, গণতন্ত্রের মুক্তির জন্য তাই ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য করেছি। এই ঐক্য ক্ষমতার ঐক্য নয়, জনতার ঐক্য।

    শনিবার বিকালে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে দুপুর ২টার দিকে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভা শুরু হয়। সমাবেশে উপস্থিত আছেন জোটের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আহমেদসহ অন্য নেতারা।

    -একে

    সুলতান মনসুর আহমেদ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close