• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৮, ১৪:১১ | আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৪:১৪
স্পোর্টস ডেস্ক

নেপালের আনফা কমপ্লেক্সে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সেমিফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারায় বাংলাদেশ দল।

এদিনের খেলা শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১১টায়। শুরুতেই ম্যাচের ১৭ মিনিটে পাত্রে হার্শ শৈলাসের গোলে এগিয়ে যায় ভারত। এরপরে নির্ধারিত সময়ে আর গোলের দেখা পায়নি কোনও দল। তবে দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান নিহাত জামান উচ্ছ্বাস।

অতিরিক্ত সময়ের খেলা সমতায় শেষ হলে টাইব্রেকারে গড়ায় খেলা। তবে টাইব্রেকারে নায়ক বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান। তিনি দুটি স্পট-কিক ঠেকিয়ে বাংলাদেশের জয় এন দেন।

এদিকে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে পাকিস্তান ও নেপাল। এই দুই দলের মধ্যে জয়ী দলের বিপক্ষে শনিবার ফাইনালে খেলবে বাংলাদেশ দল।

প্রসঙ্গত, গ্রুপপর্বে মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নাম লেখায় সেমিফাইনালে।

/রবিউল

নেপাল,সাফ অনূর্ধ্ব-১৫,পাকিস্তান,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close