• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আদালতই সিদ্ধান্ত দেবেন’

প্রকাশ:  ০৪ নভেম্বর ২০১৮, ১৫:১৪
নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার মামলায় তাকে আদালত সাজা দিয়েছে। আদালত তার ব্যপারে সিদ্ধান্ত নিয়েছে। তার মুক্তির ব্যাপারে আদালতই সিদ্ধান্ত দেবেন।

রোববার (০৪ নভেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ পেছানো হবে কিনা? এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, উনারা ইলেকশন কমিশনের কাছে তফসিল পেছানোর অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। এখন আমি যদি বলি যে, এটা সংবিধান পরিপন্থী, তাহলে তো এই চিঠিটা যাদের কাছে পৌঁছাবে তাদের জবাব দেওয়ার সুযোগ আর আমি দিলাম না।

তিনি বলেন, এটা ইলেকশন কমিশন বিবেচনা করবে এবং আমার বিশ্বাস সংবিধানে যেটা আছে সেই অনুপাতে ইলেকশন কমিশন তার সিদ্ধান্ত নিবে।

নির্বাচনকালীন সময়ে ঐক্যফ্রন্টের কাউকে রাখা হবে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ ব্যপারে সিদ্ধান্ত নেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কিন্তু ইতোমধ্যে বলেছেন, যেই সরকারটা আছে সেই সরকারটাই চলবে।

তিনি আরও বলেন, যেই ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করা হয়েছিল এই সরকারের আমলে সেইটা যেন কোনোমতেই ব্যহত না হয়, সেটা তিনি অবশ্যই গুরুত্ব দিবেন।

/অ-ভি

খালেদা জিয়া,বিএনপি,আইনমন্ত্রী,অ্যাডভোকেট,আনিসুল হক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close