• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

'সারেগামাপা'র মঞ্চে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে গাইলেন অনুপম-নোবেল (ভিডিও)

প্রকাশ:  ০৪ নভেম্বর ২০১৮, ২৩:৫৭ | আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ০১:১২
মাকসুদুল হক ইমু

গিটার তার খুব প্রিয় ছিল। বিশেষ করে ‘রুপালি গিটার’। রুপালি গিটার নিয়ে তার একটি জনপ্রিয় গানও আছে। এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে বহুদূরে/সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে'- গানটির মতই সবাইকে কাঁদিয়ে চলে গেলেন প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে সঙ্গীতাঙ্গনে তা অপূরণীয়। উপমহাদেশের সর্বত্রই মায়ার জাল বিছিয়েছিলেন গিটার পাগল মানুষটা।

এবার ওপার বাংলার টেলিভিশন চ্যানেল জি বাংলার জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা’ অনুষ্ঠানে প্রয়াত জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুকে স্মরণ করা হলো তারই গাওয়া কালজয়ী দু’টি গান পরিবেশনের মধ্য দিয়ে।

সম্পর্কিত খবর

    রিয়েলিটি শো ‘সারেগামাপা’ অনুষ্ঠান চলাকালীন সময়ে উপস্থাপক অভিনেতা যীশু সেনগুপ্ত মঞ্চে আইয়ুব বাচ্চুকে স্মরণ করেন। পাশাপাশি এ সময় সকল শিল্পীদের নিয়ে আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে তাঁর জনপ্রিয় দু’টি গান পরিবেশন করে শিল্পী ও প্রতিযোগীরা।

    প্রথমেই দুই বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী অনুপম রায় প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গান দিয়ে প্রিবেশনা শুরু করলেও ‘সারেগামাপা’ প্রতিযোগী বাংলাদেশের ছেলে নোবেল গেয়েছে ‘রুপালী গিটার’ গানটি। এরপর সকলে মিলে আবার ‘সেই তুমি’ গানটি দলীয় ভাবে পারফর্ম করে। গানশেষে ‘সারেগামাপা’র মঞ্চে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

    প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর সকালে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন আইয়ুব বাচ্চু। শেষ ইচ্ছা অনুসারে মায়ের কবরের পাশে সমাহিত করা হয় এই কিংবদন্তীকে।

    'সারেগামাপা' অনুষ্ঠানের সেই ভিডিও দেখতে ক্লিক করুন-

    /এটিএম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close