• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে জাতিসংঘ

প্রকাশ:  ১০ নভেম্বর ২০১৮, ২০:২০ | আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২০:২৬
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে জাতিসংঘ। এ তথ্য জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ সম্পর্কে জাতিসংঘ সজাগ রয়েছে ।

দেশের বৃহত্তম বিরোধীজোটের আপত্তি সত্ত্বেও নির্বাচনে তফসিল ঘোষণা বিষয়ে ফারহান হককে প্রশ্ন করা হলে উত্তরে তিনি জানান, বাংলাদেশের মাঠ পর্যায়ে চলমান ঘটনাবলী সম্পর্কে আমরা সজাগ রয়েছি এবং পরিস্থিতির ওপর নজর রাখছি। বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আমাদের অগ্রাধিকার। আমরা নির্বাচন আয়োজনের ওপর চোখ রাখব এবং দেখব আমাদের অগ্রাধিকারগুলো গুরুত্ব পেল কিনা।

উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী- নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাই ২২ নভেম্বর এবং প্রত্যাহার ২৯ নভেম্বর। তার ২৪ দিন পর ২৩ ডিসেম্বর হবে ভোটগ্রহণ।

৩০০টি আসনে সংসদ সদস্য নির্বাচনে এবার ভোট দেবেন ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ ভোটার

জাতিসংঘ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close