• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আজ সিদ্ধান্ত জানাবে জাতীয় ঐক্যফ্রন্ট

প্রকাশ:  ১১ নভেম্বর ২০১৮, ০১:২৮ | আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ০১:৩২
নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যফ্রন্ট আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে কি না সে সিদ্ধান্ত আজ জানাবে। জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শুরু হয়। সেই বৈঠক চলে দুই ঘণ্টাব্যাপী।

বৈঠক শেষে ফখরুল জানান, ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত জানাবেন।

তিনি আরও জানান, আপনারা সবাই জানেন নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। তারপরে ২০ দলের বৈঠক হয়েছে। সবশেষে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়েছে। দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হয়েছে যে রোববার প্রেসক্লাবে দুপুর ১টায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমাদের সিদ্ধান্তের কথা আপনাদের জানাবেন, জাতিকে জানাবেন।

এছাড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কিছু না বলে মুখে আঙুল চেপে ধরে গাড়িতে উঠে যান। শুধু বলে যান কাল ব্রিফিংয়ে জানতে পারবেন।

বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর আহমেদ, জেএসডির সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

/রবিউল

জাতীয় ঐক্যফ্রন্ট,প্রেসক্লাব,ড. কামাল হোসেন,মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close