• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

'নির্বাচনকালীন সরকার শুরু হয়েছে'

প্রকাশ:  ১২ নভেম্বর ২০১৮, ১৮:৪৮ | আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৯:০০
নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকালীন সরকার শুরু হয়ে গেছে। আর নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় আইন অনুমোদনে কোনো বাধা নেই।

সোমবার (১২ নভেম্বর) তফসিল ঘোষণার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের কাছে একথা জানান তিনি।

সচিব বলেন, যেহেতু ডিক্লারেশন অব সিডিউল হয়ে গেছে, ওই সময় থেকেই নির্বাচনকালীন সরকার শুরু হয়ে গেছে। কনস্টিটিউশনে আসলে ওভাবে লেখা নেই। তাই সিডিউল ঘোষণার শুরু থেকেই এ সরকার নির্বাচনকালীন সরকার।

তিনি বলেন, মন্ত্রিসভা ছোট করা বা নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা বা এরকম কোনো সংবাদ নেই, হলে সবাইকে জানানো হবে।

মোহাম্মদ শফিউল আলম বলেন, যেহেতু এটা নির্বাচনকালীন সরকার আর রানিং সরকার যে কোনো আইন বা নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিতে পারে তাই মন্ত্রিসভায় আইন উঠতে কোনো বাধা নেই।

মন্ত্রিসভায় আইন অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, এগুলো কেবিনেট রিলেটেড কার্যক্রমের মধ্যেই পড়ে। রুটিনই বলা যায় এটা। তাই এটা করতে কোন বাঁধা নেই।

উল্লেখ্য, রোববার (২৩ ডিসেম্বর) নির্বাচনের তারিখ ঠিক করে গত ৮ নভেম্বর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। তবে ঐক্যফ্রন্টের দাবির পর সোমবার নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর (রোববার) নির্ধারণ করেছে কমিশন।

/আইসা

মন্ত্রিপরিষদ সচিব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close