• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাস্তা থেকে সরতে বলায় হামলা: পুলিশ

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০১৮, ১৫:৩৮
নিজস্ব প্রতিবেদক

মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেছেন, রাস্তা থেকে সরতে বলায় বিএনপির নেতাকর্মীরা বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা চালিয়েছে।

বুধবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যান চলাচল স্বাভাবিক করার জন্য বিএনপির নেতাকর্মীদের সরে যেতে বলা হয়েছিল। কিন্তু তারা এ কথা শুনে বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা করে। তারা পুলিশের ২টি গাড়ি পুড়িয়ে দেয়। এ সময় পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়।

আনোয়ার হোসেন আরও বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। পুলিশ পরিস্থিতি সামলানোর চেষ্টা করে যাচ্ছে। আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা। পরে এ ঘটনায় পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা আশপাশের মার্কেট, হোটেল, শপিং মল ও গলিতে অবস্থান নেয়।

/রবিউল

বিএনপি,পুলিশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close