• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘লোকটা আবার আমার পিঠে হাত দিলো’

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৮, ১৪:৪০ | আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১২:৫০
পূর্বপশ্চিম ডেস্ক

দেশে যৌন নিপীড়নের ঘটনা বেড়েই চলেছে। তবে আগের চেয়ে অনেক সাহসী হয়ে উঠেছে এখনকার মেয়েরা। এখন আর তারা মুখ বুঁজে নিপীড়ন সহ্য করেন না। সাথে সাথেই প্রতিবাদ করেন অনেকে।

এমন আরেকটি ঘটনা ঘটেছে রাজধানীতে, দিন-দুপুরেই। রোববার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে এমনই একটি ঘটনার খবর।

নিশাত নিলীমা নামের এক নারী লিখেছেন,

‘দুপুর সাড়ে বারোটা। ক্লাসে যাচ্ছিলাম। কুড়িল বিশ্বরোডে রাস্তা পার হয়ে অপরপাশে যাবো৷ তাই রাস্তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে পিঠে কারো হাতের বাজে একটা স্পর্শ পাই। তাড়াহুড়া করে তাকিয়ে দেখি এই লোকটা। তাকাতেই একটা বাজে হাসি দিয়ে বলল, রাস্তা পার করিয়ে দেই। 'রাস্তা আমি পার হতে পারি' বলে রাস্তা কিছুটা ফাকা হতেই আমি পা বাড়ালাম। সাথে সাথে লোকটা আবার আমার পিঠে হাত দিলো, এইবার পিঠে আন্ডারগার্মেন্টস এ টান দিয়ে ছেড়ে দিলো। লোকটাও রাস্তা পার হলো। আবার আমাকে বলতে লাগলো রাস্তা দেখে পার হবা। আমি লোকটার ছবি তুলতে চাইলে সে দৌড়ে ইসলামি ব্যাংক,কুড়িল শাখাতে চলে গেল৷ পাচ মিনিট আমি দাঁড়িয়ে ছিলাম। পাচমিনিট পরে লোকটা বের হলো আর আমাকে দেখেই ছুটা শুরু করলো। তখনকার ছবি এটা।

বাসে, নির্জন জায়গায় এইসব হয় জানি। ভরদুপুরে রাস্তার মাঝখানেও এইসব মানুষগুলো এইভাবেই ঘুরে বেড়াই। এই লোকের হয়ত আমার মতো মেয়ে আছে। ওই মেয়ে হয়ত লজ্জায় মুখ দেখাতে পারবে না। কিন্তু এইসব লোককে চিনে রাখা উচিত। মেরে ফেলা উচিত সাথে সাথেই। কিন্তু ব্যাপারগুলো এত দ্রুত ঘটে. যায় যে আমাদের কিছুই করার থাকেনা। তবু চাই এই মানুষটার, এই মানুষগুলোর বিচার হোক।’

/আরাফাত

যৌন নিপীড়ন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close