• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে প্রার্থী হচ্ছেন শেখ হাসিনা

প্রকাশ:  ২০ নভেম্বর ২০১৮, ১৮:৩১
নিজস্ব প্রতিবেদক

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুই আসনে প্রার্থী হচ্ছেন। এর মধ্যে হলো গোপালগঞ্জ-৩ (কোটলিপাড়া-টুঙ্গিপাড়া) হলো তার জন্মস্থান এবং রংপুর-৬ (পীরগঞ্জ) শ্বশুরবাড়ির এলাকা।

মঙ্গলবার (২০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় তিনি জানান, দলীয় সভাপতি দুটি আসনে এবং তিনি দাঁড়াবেন নোয়াখালী-৫ আসন থেকে। আর জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা দাঁড়াচ্ছেন নড়াইল-২ আসন থেকে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিতর্কিত নেতাদের এবার মনোনয়ন দেওয়া হচ্ছে না। কক্সবাজার-৪ আসনে বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদির আসনে তার স্ত্রী শাহীনা এবং টাঙ্গাইল-৩ আসনে বর্তমান সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বদলে তার বাবা আতাউর রহমান খানকে নৌকা দেয়ার কথাও জানান কাদের।

মোট ছয়টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করে ওবায়দুল হক জানান, আগামী ২৫ নভেম্বর সব মনোনয়ন চূড়ান্ত করবে তার দল।

প্রসঙ্গত,১৯৮৬ সাল থেকেই শেখ হাসিনা একাধিক আসনে নির্বাচন করে আসছেন। ১৯৯১ সালে পাঁচটি আসনে লড়লেও ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি তিনটি আসনে এবং ২০১৪ সালে দুটি আসনে ভোটে লড়েন।

শেখ হাসিনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close