• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

২৩টি আসন চায় যুক্তফ্রন্ট, আশ্বাস ৭টির

প্রকাশ:  ২৩ নভেম্বর ২০১৮, ১৮:০৩
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে ২৩টি আসন চেয়েছে যুক্তফ্রন্ট। তবে নূন্যতম সাতটি আসনে মনোনয়নের নিশ্চয়তা পাওয়া গিয়েছে বলে জানিয়েছে বি চৌধুরীর এই জোট।

সূত্র জানায়, গত ২০ নভেম্বর রাতে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যুক্তফ্রন্টের ২৩ জন আগ্রহী প্রার্থীর নামের তালিকা দেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

সম্পর্কিত খবর

    জানা গেছে, ২৩টি আসন দাবি করলেও যুক্তফ্রন্ট চেষ্টা করবে নূন্যতম ১০-১২টি আসনে সমঝোতার মাধ্যমে প্রার্থী দেওয়ার। তবে আপাতত সাতজনের ব্যাপারে সবুজ সংকেত পাওয়া গেছে। এদের মধ্যে রয়েছেন বিকল্পধারার ছয় শীর্ষ নেতা। এছাড়া যুক্তফ্রন্টের অন্যতম শরিক দল বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানিও মনোনয়ন পেতে পারেন বলে জানা গেছে।

    মনোনয়ন নিয়ে সমঝোতার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। যুক্তফ্রন্টের পক্ষে আলোচনার দায়িত্ব পেয়েছেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান ও প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী।

    জানা যায়, যুক্তফ্রন্ট নেতাদের মধ্যে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) মান্নান লড়বেন লক্ষ্মীপুর-৪ আসনে, প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী মুন্সীগঞ্জ-১ আসনে, শমসের মবিন চৌধুরী সিলেট-৬ আসনে, গোলাম সরোয়ার মিলন মানিকগঞ্জ-২ আসনে, এস এম গোলাম রেজা সাতক্ষীরা-৪ আসনে ও এম এম শাহীন মৌলভীবাজার-২ আসনে এবং বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি লড়বেন নীলফামারী-১ আসনে।

    এছাড়া আরও অন্তত পাঁচটি আসনের জন্য আওয়ামী লীগের সঙ্গে দরকষাকষি করছে যুক্তফ্রন্ট। সূত্রমতে, যেসব জায়গায় মহাজোটের হেভিওয়েট কোনো প্রার্থী নেই, কিন্তু নৌকা প্রতীক পেলে যুক্তফ্রন্ট নেতারা জিতে আসতে পারবেন, সেসব আসনই চেয়েছেন বি চৌধুরী।

    /আরাফাত

    এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী,যুক্তফ্রন্ট
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close