• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

কোনো ঋণ নেই স্বরাষ্ট্রমন্ত্রীর, ব্যাংকে কোটি টাকা

প্রকাশ:  ০১ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৯ | আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৮:০২
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনে দাখিল করা তার হলফনামা পর্যালোচনা করে জানা গেছে বর্তমান রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কোনো দায় বা ঋণ নেই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে নৌকা নিয়ে লড়বেন কামাল।

হলফনামায় রাজনীতি ও সমাজ সেবাকেই নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন আসাদুজ্জামান খাঁন কামাল। বছরে বাড়িভাড়া/দোকান/এপার্টমেন্ট থেকে তিনি আয় করেন ৩ লাখ ৬০ হাজার টাকা।এছাড়া শেয়ার/সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে আসে ৭ লাখ ৬১ হাজার ৫৬১ টাকা।

মন্ত্রী হিসেবে বেতন ভাতা পান ২৩ লাখ ২৭ হাজার ৫৮০ টাকা। আর মুক্তিযোদ্ধা ভাতা ও ফরেন রেমিটেন্স থেকে তিনি ৩ লাখ ৩০ হাজার টাকা পান।

স্থাবর সম্পদের মধ্যে ১২ লাখ ৯৭ হাজার ৭০০ টাকা দামের বাড়ি রয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর। এছাড়া কৃষিজমি রয়েছে ৪৭১.৫ শতাংশ, যার মূল্য ৫৫ লাখ ৯৯৫ হাজার ৮৫০ টাকা। অকৃষি জমি রয়েছে ১৮.৫ কাঠা, মূল্য ৫৮ লাখ ৫০ হাজার টাকা।

দুটি গাড়ি রয়েছে তার । দুটিই সংসদ সদস্য কোটায় পাওয়া। এর একটির দাম ৪১ লাখ ৭৮ হাজার ৮০৫ টাকা এবং আরেকটির দাম ৭৩ লাখ টাকা।

ব্যাংকে কামালের নামে ১ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ১৬২ টাকা আছে। আর ব্যবসায়ে মূলধন রয়েছে ৮৭ লাখ ২৬ হাজার ১১৮ টাকা।

আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই। অতীতে তার বিরুদ্ধে একটি মামলা ছিল, তবে চার্জশিটে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

/এসএফ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close