• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যা আছে কোটা আন্দোলনকারীদের ‘তারুণ্যের ইশতেহার’-এ

প্রকাশ:  ০৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৪২
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সব রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে একটি ইশতেহার তৈরি করেছে কোটা আন্দোলনকানীদের সংসগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনের সামনে ‘তারুণ্যের ইশতেহার ভাবনা-২০১৮’ প্রকাশনা অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারে প্রায় ৪৫টি দাবি রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে-

তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার আনতে হবে।

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে। সবার জন্য অভিন্ন বয়সসীমা করতে হবে।

চাকরির আবেদনের ফি সম্পূর্ণ ফ্রি করতে হবে।

শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বা জাতীয় বার্ষিক বাজেটের ২০ শতাংশ বরাদ্দ দিতে হবে।

বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে হবে। এছাড়া প্রশ্নফাঁসবিরোধী সেল গঠন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বাজেটের ১০ শতাংশ গবেষণায় দিতে হবে, যার ৬ শতাংশ শিক্ষকদের জন্য এবং ৪ শতাংশ হবে ছাত্রদের জন্য।

উল্লেখ্য, সোমবার দুপুরেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত ইশতেহারটি হস্তান্তর করা হয়েছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের কাছেও শিগগিরই সেটি তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

/আরাফাত

ইশতেহার,কোটা আন্দোলন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close