• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

তামিম-সৌম্য'র ঝড়ো শতকে বাংলাদেশের জয়

প্রকাশ:  ০৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৩ | আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৯
স্পোর্টস ডেস্ক

একমাত্র প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বিসিবি একাদশ। ক্যারিবিয়ানদের দেওয়া ৩৩২ রানের পাহাড় সমান রান তাড়া করে তামিম-সৌম্যর ঝড়ো শতকে জয় পায় টাইগাররা।এদিন আলোক স্বল্পতায় খেলা শেষ হয় নির্ধারিত সময়ের আগেই।মাশরাফিদের জয়টা ছিল সময়ের ব্যাপার। ফলে ডি/এল মেথডে ১১ রানের জয় তুলে নিয়েছে তামিমরা।

সম্পর্কিত খবর

    ৩৩২ রানের জবাবে শুরুটা যেমন প্রয়োজন ঠিক তেমন ভাবেই শুরু করে দুই বাঁহাতি ওপেনার ইমরুল ও তামিম। ১০ ওভারের আগেই দলীয় ৮০ তোলে এই দুই টাইগার। এরপর পুরো ম্যাচ জুড়ে শুধু তামিম টর্নেডো। ৭৩ বলে তামিম ব্যক্তিগত ১০৭ রানে ফিরে যাওয়ার পর ধ্বস নামে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। হুট করে ৬ উইকেট পড়ে যায় স্বাগতিকদের। তবে তিন নম্বরে নামা সৌম্য সরকার দলকে জয়ের পথে রেখেই রানের চাকা চালু রাখেন। তামিমের মতো সেও ঝড়ো ইনিংস খেলতে থাকেন। যার ফলে টানা তিন ম্যাচে শতকের দেখা পান এই বাঁহাতি টাইগার ওপেনার। ৭৬ বলে ৭ চার ও ৬ ছক্কায় শতক তুলে নেন সৌম্য।

    ৩৯ ওভার ২ বলে ৬ উইকেটে ৩০৯ রান তোলে বিসিবি। এরপর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। ফলে ডি/এল পদ্ধতিতে ১১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বিসিবি একাদশ।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close