• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

রাজধানীতে জিয়া সাইবার ফোর্সে’র মহাসচিব আটক

প্রকাশ:  ০৭ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৬ | আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৬
নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে জিয়া সাইবার ফোর্সের মহাসচিব কে এম হারুন অর রশিদকে আটক করেছে র‌্যাব-৩।

শুক্রবার (০৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে আটক কারা হয় তাকে।

সম্পর্কিত খবর

    অটকের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) লে. কমান্ডার আশেকুর রহমান জানান, দীর্ঘদিন নজরদারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারণার দায়ে হারুনকে আটক করা হয়েছে।

    লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, কে এম হারুন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য প্রকাশ করে আসছিলেন। বিষয়টি গত মে মাস থেকে আমাদের নজরে আসে, এরপর জিয়া সাইবার ফোর্সের বেশ কয়েকজনকে বিভিন্ন সময় আটক করা হয়। সর্বশেষ মহাসচিব কে এম হারুন অর রশিদকে আটক করা হলো।

    আটক হারুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।

    পিবিডি/সাগর

    জিয়া সাইবার ফোর্সের
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close