• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইসি কঠোর নিরপেক্ষতা অবলম্বন করছেন: ইনু

প্রকাশ:  ০৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৯
কুষ্টিয়া প্রতিনিধি

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন কমিশনকে বিএনপি বা ঐক্য ফ্রন্টের নেতারা প্রতিদিন অভিযোগ করে যাচ্ছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাজকর্ম দেখে নির্দ্বিধায় বলা যায় নির্বাচন কমিশন কঠোর নিরপেক্ষতা অবলম্বন করছেন। নির্বাচনে জড়িত সম্ভাব্য প্রার্থীগন নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সন্তুষ্ট।

শুক্রবার (০৭ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইনু বলেন, নির্বাচনে রাজনৈতিক পক্ষ বিপক্ষের কারণে কোন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নেয়নি। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনেই আছে।

ইনু বিএনপি নেতাদের উদ্দেশ্য বলেন, অপরাধীদের বাঁচানোর চেষ্টা করবেন না, পক্ষে ওকালতি করবেন না এবং নির্বাচনে অপরাধীদের রাজনীতির মাঠে হালাল করারও চেষ্টা করবেন না।

এ সময় জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পিবিডি/সাগর

কুষ্টিয়া,তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close