• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ফিরে গেলেন লিটন

প্রকাশ:  ০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৫
ক্রীড়া প্রতিবেদক

লিটনের বিদায়ে কিছুটা চাপে স্বাগতিকরা। দলীয় ৮৯ রানে তিন উইকেট হারালো টাইগাররা।লিটনের ব্যাটের দিকে সবাই তাকিয়েছিল।কিন্তু হতাশ করলেন তিনি। ব্যাক্তিগত ৪১ রান করে কেমো পলের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা দেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৬ রান। মুশফিকুর রহিম ১৮ ও সাকিব আল হাসান ৫ রানে ব্যাট করছেন।

সম্পর্কিত খবর

    তামিম আউট হবার পর ব্যাট করতে নেমে ভালো করতে পারলেন না ইমরুল কায়েস। থমাসের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে চলে যান এই বাঁহাতি টাইগার ব্যাটসম্যান। আউট হবার আগে ব্যাক্তিগত ৪ রান করেন তিনি।

    এর আগে, ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৫ রানের টার্গেটে জয়ের জন্য ব্যাট করতে মাঠে নেমে শুরুতেই ওপেনার তামিমের উইকেট হারায় স্বাগতিক বাংলাদেশ। শুরু থেকেই দেখে শুনে ব্যাট করে দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল। তামিম ব্যাক্তিগত ১২ রান করে রোস্টন চেজের বলে বিশুর হাতে ক্যাচ দিয়ে আউট হয়।

    প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রানেই থেমে যায় সফরকারী উইন্ডিজ। এর আগে ২ ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close