• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

টেকনোক্র্যাট ৪ মন্ত্রীকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রকাশ:  ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:৪৬ | আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:৪৯
নিজস্ব প্রতিবেদক

সরকারের ৪ টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (৯ ডিসেম্বর) রাতে ওই প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছিলেন, কিছু আনুষ্ঠানিতা বাকি রয়েছে। আজ (রোববার) রাতে বা কাল সকালেই প্রজ্ঞাপন জারি হতে পারে।

গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পদত্যাগ করেছিলেন সরকারের মন্ত্রিসভার চার টেকনোক্র্যাট মন্ত্রী।

ওইদিন প্রধানমন্ত্রীর কাছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবেই নূরুল ইসলাম বিএসসি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান পদত্যাগপত্র জমা দেন।

তবে ৭ নভেম্বর প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত পদত্যাগপত্র জমা দেওয়া মন্ত্রিসভার চার টেকনোক্র্যাট সদস্যকে দায়িত্ব পালনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পিবিডি/আরিফ

টেকনোক্র্যাট মন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close