• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জবাব দেওয়ার কিছু নেই: মাশরাফি

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০১৮, ০০:১৮
স্পোর্টস ডেস্ক

রাজনীতিতে নাম লেখানোর পর প্রথমবারের মতো মাঠে নামলেন মাশরাফি বিন মর্তুজা। ভাল করলে ভাল, খারাপ করলে সমালোচনার তীর আসবে ঝাঁকে ঝাঁকে, সেটা অবশ্যই জানতেন তিনি। তবু এসব চাপ একপাশে রেখে ঠিকই ঝড় তুললেন ২০ গজে। ক্যারিয়ারের ২০০তম ম্যাচে হলেন জয়ের নায়ক।

ওয়েস্ট ইন্ডিজকে ১৯৫ রানে আটকে রাখতে মাশরাফিই রেখেছেন বড় ভূমিকা। ১০ ওভারের কোটা পূরণ করে ৩০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জেতানোর পেছনে কি সমালোচনার তীর ফিরিয়ে দেয়ার ইচ্ছাটা একটুও জাগেনি? মখের কথায় অবশ্য মাশরাফি বললেন, জবাব দেয়ার কিছু নেই।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে তিনি বললেন, খারাপ হলে কথা বলতো এটাই স্বাভাবিক। কিন্তু জবাব দেওয়ার কিছু নাই। ১৮ বছর ধরে খেলছি এতো সহজে ফোকাস সরার তো কথা না। প্রত্যেকটা মানুষ নিজেকে খুব ভালো করে চেনে, আমি জানি না সবাই চিনে কিনা। কিন্তু আমি নিজেকে চিনি, কাজেই এত সহজে আসলে ফোকাস সরার কথা না। আর শেষ কিছু দিন তো আমি নিজেই চেষ্টা করে যাচ্ছি, বলটা যেখানে করতে চাই সেখানে ঠিক মতো করতে পারছি কিনা অনুশীলনে। আসলে জবাব টবাবের কিছু নেই।

মাশরাফি বলেন, আমরা জানি ওয়েস্ট ইন্ডিজ এই ফরম্যাটে (ওয়ানডে) অনেক বিপজ্জনক দল। কিন্তু ছেলেরা খুব ভালো বল করেছে। এই পিচে রান করা এত সহজ নয়। লিটন দারুণ ব্যাটিং করেছে, সাকিব খুব দ্রুত রান তুলেছে, যা অনেক কাজে লেগেছে। কিন্তু আমি মনে করি মুশফিক ছিল ব্রিলিয়ান্ট, খুবই প্রফেশনাল। এখনো দলের অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি।

/পিবিডি/আরাফাত

মাশরাফি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close