• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন জিয়া: হানিফ

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০১৮, ১৫:১৯
কুষ্টিয়া প্রতিনিধি
ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো পাকিস্তানের এজেন্ট হিসেবে। কারণ স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমানের প্রত্যেকটি ভুমিকা প্রমানণ করে যে সে কখনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিল না।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত কুষ্টিয়া মুক্ত দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, জিয়াউর রহমান দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী, রাজাকার ও আলবদরদের জেলখানা থেকে মুক্ত করেছিলেন।

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল জামায়াত ইসলামীকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। জিয়াউর রহমান একরাতে মুক্তিযুদ্ধের সকল চেতনাকে ধ্বংস করে দিয়েছিলেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের ধারাবাহিকতা বজায় রেখেছেন বিএনপি ও বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আরেক ধাপ এগিয়ে গিয়ে স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করেছেন। সুতরাং বিএনপি নামক রাজনৈতিক দলটি এখন আর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দাবি করতে পারে না।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান যেমন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে পুনর্বাসন করেছিলেন একইভাবে বেগম খালেদা জিয়া রাজাকারদের পুনর্বাসন করেছেন।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ মুক্তিযোদ্ধা,আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

/পি.এস

কুষ্টিয়া,মুক্তিযুদ্ধ,হানিফ,পাকিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close