• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ব্যাংকিং খাতের লুটপাটকে ‘জাস্ট রাবিশ’ বললেন অর্থমন্ত্রী

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০১৮, ১৬:২২
সিলেট প্রতিনিধি
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাত থেকে ২২ হাজার ৫০২ কোটি টাকা লুটপাটের দাবিকে ‌‘জাস্ট রাবিশ’ বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে সিলেটের হযরত শাহ-জালাল(রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এক সেমিনারে দাবি কনে অনিয়ম ও দুর্নীতির কারণে গেল এক দশকে ব্যাংক থেকে সাড়ে ২২ হাজার ৫০২ কোটি টাকা লুটপাট হয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ সরকারি-বেসরকারি ১৪টি ব্যাংকের মাধ্যমে এসব অর্থ খোয়া গেছে বলেও ওই সেমিনারে জানানো হয়।

এদিনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী তার ছোট ভাই ড. একে আব্দুল মোমেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

/রবিউল

আওয়ামী লীগ,জাস্ট রাবিশ,আবুল মাল আবদুল মুহিত,সিলেট-১
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close