• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ফরিদপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, ধস্তাধস্তিতে একজনের মৃত্যু

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০১৮, ২২:৪০ | আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২২:৫৮
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি এলাকার একটি চায়ের দোকানে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির পর অসুস্থ্ মো. ইউসুফ আল মামুনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মো. ইউসুফ আল মামুন নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

সম্পর্কিত খবর

    এ ঘটনায় আহত হয়েছে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি লালন ফকির। সে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাছিম জানায়, চায়ের দোকানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ করায় স্থানীয় মজিদ ও তার লোকজনের সাথে ইউসুফের বাগবিতণ্ডার এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। এতে মো. ইউসুফ আল মামুন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

    নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close