• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

শাহজালাল বিমানবন্দরে ১৬ কেজি স্বর্ণ ফেলে চম্পট

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০১৮, ০৪:০২ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ০৪:১২
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১৬ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। তবে কাস্টমস ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে স্বর্ণ ফেলে ভিড়ে মধ্যে মিশে গিয়ে পালিয়ে যায়।

সম্পর্কিত খবর

    বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব স্বর্ণ জব্দ করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

    পালিয়ে যাওয়ার আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ নামের ওই ব্যক্তি জানান, ভূমি মন্ত্রণালয়ের প্রটোকলের ব্যাগ নিয়ে যাচ্ছেন। ব্যাগের মালিক একজন ভিআইপি যাত্রী এবং তিনি ভিআইপি লাউঞ্জে অবস্থান করছেন। পরে ওই ব্যাগ তল্লাশি করে ১৬১ স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১৬.১ কেজি। এর বাজার মূল্য ৮ কোটি ৩০ লাখ টাকা।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী বলেন, চোরাচালানের অভিযোগে ওই যাত্রী এবং প্রটোকলে থাকা ব্যক্তি সিরাজের নামে মামলা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    পিবিডি-এনই

    স্বর্ণ আটক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close