• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

ছোটবেলায় কী হতে চেয়েছিলেন শেখ হাসিনা?

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০১৮, ১৩:১০ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৩:১৯
নিজস্ব প্রতিবেদক

বেশ দক্ষভাবে দেশ পরিচালনা করছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তার সময়ে দেশ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। তবে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে শেখ হাসিনা রাজনীতিতে না এল কী করতেন? তাহলে আপনার মনের সেই প্রশ্নের উত্তর আজ জেনে নিন। প্রধানমন্ত্রী নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) আয়োজনে ‘লেটস টক’ অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে একজন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন- আপনি রাজনীতিতে না এলে কী করতেন? ছোটবেলায় কী হতে চেয়েছিলেন?

এমন প্রশ্নের জবাব বেশ সাবলীলভাবে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ছোটবেলায় আমার ইচ্ছা ছিল ডাক্তার হব। এসএসসি পরীক্ষা দিলাম, তখন দেখলাম অঙ্কে কাঁচা।

প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, আমার বন্ধুরা সবাই আর্টসে ছিল, আমিও আর্টসে ভর্তি হই। এর পর ইচ্ছা ছিল শিক্ষক হওয়ার। আবার শিক্ষক মানে প্রাইমারি স্কুলের শিক্ষক।

পিবিডি/রবিউল

শেখ হাসিনা,সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন,লেটস টক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close