• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে: রিজভী

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০১৮, ১০:৪৭
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সারাদেশে সহিংস ঘটনার বিষয়ে পুলিশ বা অন্য কোনও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোরূপ আইনগত ব্যবস্থা নিচ্ছে না।

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

    রুহুল কবির রিজভী বলেন, ড. কামাল হোসেনের মতো একজন সম্মানিত ব্যক্তির গাড়িতে হামলার বিষয়টি নাকি ইসি সচিবের অজানা। সারাদেশে ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ওপর আক্রমণ চলছে। প্রার্থীদের কোথাও নামতে দেওয়া হচ্ছে না।

    তিনি বলেন, আমি আবারও দৃঢ়কণ্ঠে জানাচ্ছি- যেহেতু আমরা সরকারি বা বৈধ কোনো সংস্থা বা কর্তৃপক্ষের কাছ থেকে পরিত্রাণ বিষয়ক কোনো আশ্রয়ই পাচ্ছি না, তাই এমতাবস্থায় আমাদের নেতা-কর্মীদের নিজে থেকেই আত্মরক্ষার ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প পথ নেই।

    বি্এনপির এ নেতা আরও বলেন, আইনগতভাবে প্রত্যেক নাগরিকেরই অধিকার আছে তার নিজের এবং অপরের জান ও মাল রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close