• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যা থাকছে বিএনপির নির্বাচনী ইশতেহারে

প্রকাশ:  ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:১১
নিজস্ব প্রতিবেদক

শিক্ষা, স্বাস্থ্য, স্বাধীন বিচার বিভাগ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্থায়ী ব্যবস্থায় নির্বাচনকালীন সরকারের বিধানের প্রতিশ্রুতিসহ রূপকল্প ২০৩০-এর আলোকে মঙ্গলবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। এদিন সকাল ১১টায় রাজধানীর হোটেল লেকশোরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা এই ইশতেহার উপস্থাপন করবেন।

বিএনপির অন্যতম নির্বাচনী জোট জাতীয় ঐক্যফ্রন্ট সোমবার (১৭ ডিসেম্বর) বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ৩৫ দফা ইশতেহার ঘোষণা করেছে। জোটটির শীর্ষ নেতা ড. কামাল হোসেন এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

বিএনপির ইশতেহার কমিটি সূত্রে জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সম্বনয় করে ভিশন-২০৩০ শিরোনামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে সংক্ষিপ্ত রূপরেখা দিয়েছিলেন, তার ভিত্তিতেই নির্বাচনের ইশতেহার ঘোষণা করা হবে। ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, সংসদের উচ্চকক্ষ গঠন, কেউ যাতে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকতে পারে, একদলীয় শাসনের যাতে পুনঃজন্ম না হয়, সরকারি চাকরিতে যোগ দেওয়ার বয়সসীমা তুলে দেওয়া, দুর্নীতি দমন ও সুশাসন, কর্মসংস্থান ও শিক্ষা, স্বাস্থ্য তা নিশ্চিত করার পাশাপাশি জীবনমানের উন্নয়ন, কোনো উন্নয়ন প্রকল্প বন্ধ করা না এবং প্রতিহিংসামূলক রাজনীতির অবসানসহ বিভিন্ন বিষষের প্রতিশ্রুতি থাকবে বিএনপি ইশতেহারে।

/পিবিডি/আরাফাত

বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close