• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জাতীয় প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আজ

প্রকাশ:  ১৭ ডিসেম্বর ২০১৮, ২৩:৫০
নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন আজ মঙ্গলবার । ক্লাব প্রাঙ্গণে ভোট গ্রহণ শুরু হবে সকাল ৯টায়, বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত । নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ১৭টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ হাজার ২১২ জন।

সম্পর্কিত খবর

    এবারের নির্বাচনে সাইফুল আলম-ফরিদা ইয়াসমিন এবং শওকত মাহমুদ-ইলিয়াস খানের নেতৃত্বে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া প্যানেলের বাইরে বিভিন্ন পদে ১০ জন প্রতিদ্বন্দ্বী আছেন।

    নির্বাচন উপলক্ষে প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীরকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- মো. মোস্তফা-ই-জামিল, এসএএম শওকত হোসেন, মোস্তাফিজুর রহমান ও উদয় হাকিম।

    এদিকে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ২২তম দ্বিবার্ষিক সাধারণ সভা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নবীন-প্রবীণ বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান। সভায় সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জী পৃথক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে ক্লাব সদস্যদের সর্বসম্মতিক্রমে তা পাস হয়।

    সাধারণ সভায় জানানো হয়, ক্লাবের সদস্য সংখ্যা এক হাজার ২৯২ জন। এর মধ্যে এক হাজার ২১২ জন স্থায়ী ও ৭১ জন সহযোগী সদস্য। নির্বাচনের পর নতুন সদস্যপদ দেওয়ার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে।

    পি্বিডি- এনই/

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close