• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাকা আনা হচ্ছে অসুস্থ লতিফ সিদ্দিকীকে

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ১৪:৫০ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৮
টাঙ্গাইল প্রতিনিধি
ফাইল ছবি

তিন দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরণ অনশন করা টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হচ্ছে।

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকার পিজি হাসপাতালে উদ্দেশে রওনা দিয়েছে।

এর আগে, আজ সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় লতিফ সিদ্দিকীকে ।

তার সমর্থকরা জানায়, হাসপাতালে ভর্তি করা হলেও তিনি কোন ওষুধ বা খাদ্য গ্রহণ করেননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি কোনো খাদ্যই গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে। এরপর মেডিকেল টিম তার স্বাস্থ্য পরীক্ষা করে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি রাজি হননি। বুধবার সকালে তার অবস্থার আরো অবনতি হলে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এদিকে তার গাড়ি বহরে হামলার ঘটনায় চার হামলাকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ইছাপুর থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পিবিডি/পি.এস

টাঙ্গাইল,লতিফ সিদ্দিকী,বঙ্গবন্ধু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close