• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

৭০-এর নির্বাচনের মত এবারও গণজোয়ার সৃষ্টি হয়েছে: তোফায়েল

প্রকাশ:  ২০ ডিসেম্বর ২০১৮, ০০:৩৭
ভোলা প্রতিনিধি

৭০-এর নির্বাচনে বঙ্গবন্ধুর পক্ষে যেমন গণজোয়ার উঠেছিল, এবার শেখ হাসিনার পক্ষে তেমন গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ এবার নিরঙ্কুশ বিজয় লাভ করবে।

বুধবার (১৯ ডিসেম্বর) সকালে ভোলা-১ আসনের বাংলাবাজার, দক্ষিণ দিঘলদী, ইলিশা ইউনিয়নে এক পথসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সম্পর্কিত খবর

    তোফায়েল বলেন, শহর ও গ্রামে সর্বত্র নির্বাচনী উৎসব শুরু হয়েছে। তিনি ভোলার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ভোলার মানুষের এখন আর নদীভাঙনের কোনো ভয় নেই। জেলায় প্রায় ৪ হাজার কোটি টাকার নদীভাঙন রোধে কাজ হয়েছে। মানুষের এখন দাবি ভোলা-বরিশালের মধ্যে ব্রিজ নির্মাণ করা।

    মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই ওই ব্রিজ নির্মাণ হবে। গ্যাসভিত্তিক শিল্পায়ন হবে। বেকার সমস্যা দূর হবে। ভোলার যুবকরা চাকরি পাবে। এদিকে বাণিজ্যমন্ত্রীর গণসংযোগে শত শত মানুষের ঢল নামে। এরা নৌকার স্লোগান দিতে থাকে।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব প্রমুখ। অপরদিকে দুপুরে বাণিজ্যমন্ত্রী বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রফিকুল ইসলাম নিপু মিয়ার জানাজায় অংশ নেন। পরে ভোলা-২ আসনের প্রার্থী আলী আজম মুকুলের গণসংযোগে অংশ নেন।

    /এসএফ

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close