• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

গুম, খুন, দুর্নীতি ও অনাচারে নৌকা প্রায় ডুবন্ত: নজরুল

প্রকাশ:  ২৪ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৭ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৭
নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এ সরকারের গুম খুন দুর্নীতি অনাচারের কারণে নৌকা এখন প্রায় ডুবন্ত।

সম্পর্কিত খবর

    সোমবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় সংসদ নিবাচন ও পেশাজীবীদের করণীয় শীষক বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্দোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

    নজরুল ইসলাম বলেন, ঐক্যফ্রন্টের ৮ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে, অথাত ৮টি আসন সরকারকে উপহার দেয়া হয়েছে আরো কয়েকজনের বাতিলের সম্ভবনা রয়েছে, তিনি বলেন, এ পযন্ত সাড়ে ৪ মামলায় কয়েক লক্ষ নেতাকমীর বিরুদ্ধে নামে বেনাম মিথ্যা মামলা দেয়া হয়েছে। স্বৈরাচারী সরকারের কাছে এ রকম আচরণ বিচিত্র নয়।

    তিনি বলেন, কোন ভয় কিংবা চাপের কাছে নতি স্বীকার করবো না।

    তিনি আরও বলেন, আওয়ামীলীগের বিরোধিতা করলেই আক্রমণের শিকার হতে হচ্ছে। তিনি বলেন, আমরা সুষ্ঠু নিবাচন চাই ভোট দিতে চাই, ভোটের অধিকার ফিরে পেতে চাই, আর এ অধিকার ফিরে পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

    আলোচনা উপস্থিত ছিলেন, জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড.কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নিবাহী সভাপতি এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ পেশাজীবী নেতৃবৃন্দ।

    /এসএফ

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close