• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘মন্ত্রিসভায় রদবদল হলে শরিকদের কথা চিন্তা করবেন প্রধানমন্ত্রী’

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০১৯, ২০:১২
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

নতুন মন্ত্রিসভা থেকে ১৪ দলের শরিকদের বাদ পড়া প্রসঙ্গে জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, প্রথমবার কেবিনেটে রাখা হয়তো সম্ভব হয়নি। পরবর্তীতে মন্ত্রিসভায় রদবদল আনা হলে প্রধানমন্ত্রী অবশ্যই জোটের শরিকদের কথা চিন্তা করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের কুলখানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আজ আমাদের যে বিশাল বিজয় তাতে ১৪ দলেরও একটা ভূমিকা আছে। এ জন্য আওয়ামী লীগ সভাপতি ১৪ দলকে মূল্যায়ন করবেন। বিষয়টি প্রধানমন্ত্রীর বিবেচনায় আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু আওয়ামী লীগের নেতা নন, তিনি এখন দেশের অভিভাবক, সব দলের নেতা। বাংলাদেশ ছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে।

এসময় প্রয়াত সৈয়দ আশরাফ প্রসঙ্গে আ’লীগ নেতা বলেন, সে আমার ছোট ভাইয়ের মতো। আমি ছোট ভাইদের যেমন দেখি আশরাফকেও সেভাবেই দেখেছি। আওয়ামী লীগের সাহসী সৈনিক ছিল সৈয়দ আশরাফ। এক-এগারোতে আশরাফ যে ভূমিকা রেখেছিল, তা ছিল প্রশংসার দাবিদার।

/পিবিডি/একে

মোহাম্মদ নাসিম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close